সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে মালেতে আলোচনা, কী চাইছে দিল্লি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সেনাদের আগামী ১৫ মার্চের মধ্যে সরিয়ে নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এই ইস্যুতে এখনো আলাপ করার সুযোগ রয়েছে বলে মনে করছে দিল্লি। এ নিয়ে বুধবার দ্বিতীয় দফায় বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মালেতে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা কোনো পক্ষই জানায়নি। তবে ভারতীয় প্রতিনিধিরা সেনাদের মালদ্বীপে রাখার পক্ষে এখনো কথা বলে যাচ্ছেন। এবারের বৈঠকে নিজেদের মতো করে যুক্তি দিয়েছেন তারা। ভারতের প্রতিনিধিরা চাইছেন, মালদ্বীপ যেন সিদ্ধান্ত থেকে সরে আসে। 

এর আগে গত ১৪ জানুয়ারি বছরের প্রথম দফা বৈঠক হয় এই দুই দেশের মধ্যে। এর আগে অবশ্য বেশ কয়েকবার আলোচনা হয়েছে। প্রতিবার আলোচনা শেষেই মালদ্বীপ বলেছে, তারা সিদ্ধান্তে অনড়।   

গত বছর আলোচনার প্রথম দিকে মনে হচ্ছিল, মুইজ্জু তাঁর অবস্থান থেকে সরে আসবেন। কিন্তু মোদিকে নিয়ে কটাক্ষ করা ইস্যুতে আবারও সেনা সরানোর ইস্যুটি সামনে আসে। 

হিন্দুস্তান টাইমস বলছে, মালদ্বীপে ভারতীয় সেনার সংখ্যা ৭৭ জন। তবে আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই সংখ্যাটি ৮৮।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ায় বরখাস্ত হতে হয় মালদ্বীপের তিন মন্ত্রীকে। বরখাস্ত হওয়া মালদ্বীপের তিন মন্ত্রী হলেন মারিয়াম শিউনা, মালশা ও হাসান জিহান।

বছরের শুরুতে মোদি ৩৬টি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশের সবচেয়ে ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফর করেন। ৩২ বর্গকিলোমিটার আয়তনের ওই অঞ্চলের পর্যটনশিল্প নিয়ে প্রচার চালানোই ছিল তাঁর সফরের উদ্দেশ্য। এই মন্ত্রীরা মোদির লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করে তাঁকে কটাক্ষ করেন। 

হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনার পরই ভারতীয় অনেকে মালদ্বীপকে বয়কট করার সিদ্ধান্ত নেন। এদের বেশির ভাগই পর্যটক। এমন এক সময়ে এই ঘটনা ঘটে, যখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু চীন সফরে ছিলেন। এর মধ্যেই তিনি চীনকে আহ্বান জানিয়েছেন আরও বেশি পর্যটক পাঠাতে।  

তিন মন্ত্রীতে বরখাস্ত করা ইস্যুতে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, এশিয়ায় আধিপত্য বিস্তার করার মানসিকতা রয়েছে ভারতের। মালদ্বীপেও এটি করতে চাইছে তারা। এতে চীনকে যাতে যুক্ত বা দায়ী না করা হয়, সে জন্য বেইজিং দিল্লীকে সতর্ক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি প্রতিবেশীদের ক্ষেত্রে নিজেদের নীতি বদলানোর পরামর্শও দেওয়া হয়েছে।  

ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ–এশিয়ান স্টাডিসের ডেপুটি ডিরেক্টর লিন মিনওয়াং বলছেন, পররাষ্ট্রনীতিতে এরই মধ্যে বদল এনেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। ভারতের চেয়ে চীনকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন তিনি। তবে অনেকেই বলছেন, তিনি ইচ্ছে করে এমন করছেন না। তিনি আগে দেশের ভালো চান, পরে পররাষ্ট্রনীতি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওজন নিয়ন্ত্রণ ও স্থূলতা প্রতিরোধের পরামর্শবিষয়ক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম...
ঘুষবিরোধী আইনের ওপর স্থগিতাদেশ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিদেশি কর্মকর্তাদের ব্যবসার প্রয়োজনে ঘুষ দেওয়া আর অপরাধ বলে গণ্য হবে না আমেরিকায়।...
বাংলাদেশের চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে ও সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন দেশটির কংগ্রেস দলীয় নেতা, লোকসভা সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। সোমবার তিনি...
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই আমেরিকায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। এবার একইভাবে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে যুক্তরাজ্যও। 
ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ২২ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এক...
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রিকি পন্টিং
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
অন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো....
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.