সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ১২৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োজাহাজের ১৮১ জনের মধ্যে ১৭৯ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ রোববার ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জিজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি দেয়ালের সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজাটি।

উড়োজাহাজটিতে ৬ ক্রু ও ১৭৫ জন যাত্রী ছিলেন। ১৭৫ যাত্রীর মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ২ জন থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ কোরিয়ার জাতীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। ফায়ার সার্ভিস জানায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৫৭ জন নারী। আর ১৩টি মরদেহের অবস্থা এমন যে, তাৎক্ষণিকভাবে তাদের লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। 

উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। ছবি: রয়টার্স উড়োজাহাজটি কীভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি দেয়ালে গিয়ে প্রচণ্ডবেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা আকাশের দিকে উঠে যায়। কালো ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় আকাশ।

 

ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার বেঙ্গালুরুতে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে। সাবেক এ কর্মকর্তার বয়স ছিল ৬৮ বছর।
ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ ঘটনা ঘটে। এখনও ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয়...
আমেরিকায় মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন ধরে গেছে। এরপর দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইঞ্জিনে খরগোশ এসে পড়ায় সেখান...
আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে অগ্নিকাণ্ডের পর নৌকাডুবিতে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই ইরানে হামলার পরিকল্পনায় অনড় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্প সমর্থন না দিলেও, আগামী কয়েক মাসের মধ্যে সীমিত পরিসরে হামলার...
ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় সকালেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের...
আগামী বছরের বই ছাপানোর দরপত্র শুরু হচ্ছে চলতি মাসেই। নভেম্বরের মধ্যেই বই ছাপানো শেষ করার লক্ষ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। সেই সঙ্গে দরপত্র প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা...
আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম গুটিয়ে নেওয়া এবং বেশিরভাগ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক খসড়া নির্বাহী আদেশে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.