একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার দেশটির পূর্ব-উপকূলের জাগাং থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, কোরিয়ান উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় অবতরণের আগে ক্ষেপণাস্ত্রগুলো আড়াই শ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেছিল।
দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ং আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার নিন্দা জানিয়ে এটি কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি অভিহিত করেছে সিউল।
এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে জাপান।