সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উঠেছে। তিনি সামরিক আইন জারি করার মধ্য দিয়ে বিদ্রোহ করেছেন বলে অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেছিলেন ইউন সুক-ইওল। এর ছয় ঘণ্টা পর তীব্র প্রতিরোধের মুখে তিনি সামরিক আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

এরপর ১৪ ডিসেম্বর পার্লামেন্টে ইউন সুক-ইওলকে অভিশংসিত করে প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করা হয়। গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন রয়েছেন আইনশৃ্ঙ্খলাবাহিনীর হেফাজতে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ দায়ের করা হলো। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট অভিযুক্ত হলেন।

ইউন শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কোনো ভুল করেননি। 

চলতি মাসের শুরুর দিকে ইউনকে গ্রেপ্তারে অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। সেই অভিযান রুখে দিয়েছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-পিএসএসের সদস্যরা। পরে দ্বিতীয়বারের চেষ্টায় গত ১৫ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্ত কর্মকর্তারা।

আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে ইউনের আজীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডও হতে পারে। তবে গত কয়েক দশকে দক্ষিণ কোরিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তুরস্কের হাজার হাজার জনতা। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তুর্কিরা বিক্ষোভ করছে। তাদের দাবি, গণতন্ত্র...
হাজার হাজার মানুষ নেমে এসেছেন তুরস্কের রাস্তায়। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে তুর্কিরা বিক্ষোভ করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতিক ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে তোলার পর কারাগারে...
সৌদি আরবে সাত দিনে প্রায় ২৫ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.