দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি উড়োজাহাজে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ড হয়। রাত সাড়ে ১০টার কিছু আগে যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে।
এয়ার বুসানের ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে তিনজন সামান্য আহত হয়েছেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই উড়োজাহাজের ১৭৯ যাত্রীর প্রাণহানি হয়।