সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

করিডোর বাড়াতে রাজি চীন-পাকিস্তান-আফগানিস্তান

আপডেট : ২১ মে ২০২৫, ০৪:৩৫ পিএম

আফগানিস্তানের দিকে যাওয়া চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের (সিপিইসি) আকার আরও বাড়াতে সম্মত হয়েছে তিন দেশ চীন, পাকিস্তান ও আফগানিস্তান। গতকাল বুধবার দেশ তিনটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে একমত হন। এর বাইরেও অর্থনীতিতে নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেন তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ নিয়ে এক বিবৃতিও দিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর (এফও)। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বেইজিংয়ে একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা আসে।

এই মুহূর্তে তিনদিনের সফরে বেইজিংয়ে রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিকে টার্গেট করে ভারতের পরিচালিত অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা চীন সফরে গেলেন। সেখানে আলোচনার পর ইসহাক দার মাইক্রোব্লগিং সাইট এক্সে বলেন, ‘আঞ্চলিক শান্তি, স্থবিরতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চায় পাকিস্তান, চীন ও আফগানিস্তান। বৈঠকের ছবিও শেয়ার করেন তিনি। 

এ নিয়ে ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়, ‘তিন পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংযোগ উন্নীত করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। তারা কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, যোগাযোগ এবং নিজেদের মধ্যে সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বাণিজ্য, অবকাঠামো ও উন্নয়নকে জোরদার করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ (বিআরআই) নিয়েও আলোচনা হয়েছে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে।

২০২৪ সালের জানুয়ারিতে একে অন্যের সীমানায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাকিস্তান ও ইরান। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এর ১৭ মাস পর ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং কয়েকজন শীর্ষ সেনা...
চীনা নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে তেল আবিবে অবস্থিত চীনা দূতাবাস। আজ মঙ্গলবার এক বার্তায় চীনা দূতাবাস তাদের নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, ‘যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ছাড়ুন।’ ব্রিটিশ...
সাম্প্রতিক সংঘাতের সময়ে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন ডাসল্ট এভিয়েশনের প্রধান নির্বাহী (সিইও) এরিক ট্র্যাপিয়ার। আজ শনিবার এক...
ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.