পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহতের ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। এরই মধ্যে এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি বলছে, এই অভিযোগতে তারা প্রত্যাখ্যান করছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘ভারতের পরিকল্পনায় ও মদদপুষ্ট সন্ত্রাসীদের মাধ্যমে আরেকটি কাপুরুষোচিত ও নৃশংস হামলা হয়েছে। আজ খুজদারে নিরীহ স্কুল শিক্ষার্থীদের বাস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকটি শিশু আহত হয়েছে।’
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, পাকিস্তান মূল ইস্যু থেকে মনোযোগ সরিয়ে নিতেই এই কৌশল প্রয়োগ করছে। তবে এই হামলায় নিহতের ঘটনায় ভারতও সমবেদনা জানিয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার সকালের এই বিস্ফোরণে আহতও হয়েছে বেশ কয়েকজন। পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
আইএসপিআর জানায়, ‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে ভারত তাদের মদদপুষ্টদের মাধ্যমে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। ভারত সরকার রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এটি তাদের নীতিহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিফলন।’
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের মদদপুষ্ট কাপুরুষোচিত এই হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা হবে। ভারতের এই মুখোশ পুরো বিশ্বের সামনে উন্মোচন করা হবে।’
খুজদার জেলার ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাশতী ডনকে বলেন, ‘খুজদার জিরো পয়েন্টের কাছে পৌঁছানোর সময় স্কুল বাসে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের কোয়েটা ও করাচির হাসপাতালে পাঠানো হবে।’
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি খুজদার জিরো পয়েন্টের কাছে স্কুল বাসে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিশুদের মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক জানাই। তাদের পরিবারের প্রতি সমবেদনা রইলো। স্কুল বাসে হামলা দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য শত্রুদের একটি নিকৃষ্ট চক্রান্ত। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই চক্রান্ত ব্যর্থ করে দেব।’