নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে দেশিটির নতুন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ ছাড়া রাজধানী শহর ওয়েলিংটনের সিটি স্কোয়ার ও মোটরওয়ে ওভার ব্রিজের সামনেও অসংখ্য মানুষ বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার সকালে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ নিউজিল্যান্ড সরকারের ৫৪তম সংসদ অধিবেশনের দিন। এ দিনেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দেশটির রাজনৈতিক দল ‘তে পাতি মাওরি’।
প্রগ্রেসিভ লেবার পার্টির ছয় বছরের শাসনের অবসান ঘটিয়ে গত অক্টোবরের নির্বাচনে ক্ষমতায় বসে ন্যাশনাল পার্টি, নিউজিল্যান্ড ফার্স্ট ও এসিটি নিউজিল্যান্ড জোট। এই জোট ক্ষমতায় বসার পরপরই মাওরি ভাষার ব্যবহার বন্ধের নীতিমালা তৈরি করেছে। এই নীতিসহ আরও বেশ কিছু নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন নিউজিল্যান্ডরে মানুষ।
মাওরি নেতা রাউইরি ওয়াইতিতি বলেন, এটি নিছক কোনো প্রতিবাদ নয়। আমাদের কণ্ঠস্বরকে শুনুন। আমাদের ভাষা নিয়ে গর্বিত হোন।
নিউজিল্যান্ড পুলিশ বলেছে, বিক্ষোভের কারণে বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি হয়েছে। এ সময় বিক্ষোভ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ বছর বয়সী ক্যাথি হিউজ নামের একজন বিক্ষোভকারী বলেন, সরকারের নতুন নীতিমালা নিয়ে আমি খুব উদ্বীগ্ন। তাই বিক্ষোভে অংশ নিয়েছি।
এসিটি নিউজিল্যান্ড দলের নেতা ডেভিড সেমুর বলেন, সরকার যখন দেশের সব সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন কতিপয় মানুষ বিক্ষোভের নামে নাটক করছে।