নিরাপত্তা তথ্যপাচারের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের সন্ত্রাস বিরোধী পুলিশ। সেন্ট্রাল লন্ডন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম হাওয়ার্ড মিশেল ফিলিপস(৬৪)। তিনি এসেক্সে বসবাস করেন। তাঁকে গ্রেপ্তারের পর আজ বিকেলে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয়।
মেট্রোপলিটন পুলিশ বলেছে, তদন্তকারীরা সংস্থা ওই ব্যক্তির হার্টফোর্ডশায়ার এবং এসেক্সের ঠিকানাও খোঁজ করছেন। তবে এতে কোনো বড় কোনো হুমকি আছে বলে মনে করে হচ্ছে না।
এই ঘটনায় ফিলিপসকে নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষমতা বলে গ্রেপ্তার করা হয়েছে। এ আইননুযায়ী পুলিশ যদি কাউকে বিদেশি শক্তির হুমকি মতো কর্মকাণ্ডে জড়িত বলে ‘যৌক্তিকভাবে’ সন্দেহ করে তাহলে ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে আটক করতে পারে। তবে, ফিলিপসকে কোনো কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সে সম্পর্কে বিস্তারিত জানায়নি।
তবে অভিযোগে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে এমন কিছু বিষয় রয়েছে যা ব্রিটেন সম্পর্কিত কার্যক্রম পরিচালনায় বৈদেশিক গোয়েন্দা পরিষেবাকে বস্তুগতভাবে সহায়তা করে।
এদিকে অন্য একটি মামলায় গত এপ্রিলে রাশিয়ান গোয়েন্দা পরিষেবাকে সহায়তা করার জন্য দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তবে, ফিলিপসের গ্রেপ্তার অন্য কোনো সাম্প্রতিক অভিযোগ বা তদন্তের সাথে যুক্ত নয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।