সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

এবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, আহত ১২

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৫৬ পিএম

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে ব্যাংককে জরুরি অবতরণের ঘটনার বেশি দিন হয়নি। এর মধ্যেই এবার আরেকটি ফ্লাইট পড়ল এয়ার টার্বুলেন্সের কবলে। এবার এয়ার টার্বুলেন্সে পড়েছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১২ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববার কাতারের দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিন যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। পথিমধ্যে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এটি। এ তথ্য নিশ্চিত করে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বড় কোনো ক্ষতি হয়নি। উড়োজাহাজটি নিরাপদে ল্যান্ড করেছে। 

ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এয়ার টার্বুলেন্সে পড়েছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি ফ্লাইট। এটি অবতরণের পর জরুরি ভিত্তিতে সবাইকে সরিয়ে নেওয়া হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।   

ফ্লাইটে থাকা বেশ কয়েকজনের বরাতে আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আরটিই বলছে, তীব্র ঝাঁকুনির এ ঘটনা ২০ সেকেন্ডেরও কম স্থায়ী ছিল। ওই সময় সবাইকে খাবার ও পানীয় দেওয়া হচ্ছিল। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এটি আসলেই এয়ার টার্বুলেন্সের ঘটনা ছিল কিনা, তা প্রকাশ করেনি কাতার এয়ারওয়েজ। এর পরিবর্তে তারা তদন্তের কথা বলেছে। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ বলছে, ফ্লাইটে থাকা স্বল্পসংখ্যক যাত্রী ও ক্রু আহত হয়েছেন। তবে, এতটা গুরুতর আহত হননি কেউ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন...
আমেরিকায় মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন ধরে গেছে। এরপর দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইঞ্জিনে খরগোশ এসে পড়ায় সেখান...
ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি ৮৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী...
জাপানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে একটি রোগী পরিবহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে পড়েছে। এতে রোগীসহ আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষাকারী দলের সদস্যরা।
ইউক্রেনের একটি শ্রমিকবাহী বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান...
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের...
কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে ৮ দফা দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘লং ওয়াক টু...
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা শেষ হলেও এই ঘটনার রেশ এখনো কমছে না। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় এবং পরে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করার কারণে মোহামেডান অধিনায়ক হৃদয়কে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.