সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে ব্যাংককে জরুরি অবতরণের ঘটনার বেশি দিন হয়নি। এর মধ্যেই এবার আরেকটি ফ্লাইট পড়ল এয়ার টার্বুলেন্সের কবলে। এবার এয়ার টার্বুলেন্সে পড়েছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১২ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোববার কাতারের দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিন যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। পথিমধ্যে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এটি। এ তথ্য নিশ্চিত করে ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বড় কোনো ক্ষতি হয়নি। উড়োজাহাজটি নিরাপদে ল্যান্ড করেছে।
ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এয়ার টার্বুলেন্সে পড়েছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি ফ্লাইট। এটি অবতরণের পর জরুরি ভিত্তিতে সবাইকে সরিয়ে নেওয়া হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্লাইটে থাকা বেশ কয়েকজনের বরাতে আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আরটিই বলছে, তীব্র ঝাঁকুনির এ ঘটনা ২০ সেকেন্ডেরও কম স্থায়ী ছিল। ওই সময় সবাইকে খাবার ও পানীয় দেওয়া হচ্ছিল। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এটি আসলেই এয়ার টার্বুলেন্সের ঘটনা ছিল কিনা, তা প্রকাশ করেনি কাতার এয়ারওয়েজ। এর পরিবর্তে তারা তদন্তের কথা বলেছে। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ বলছে, ফ্লাইটে থাকা স্বল্পসংখ্যক যাত্রী ও ক্রু আহত হয়েছেন। তবে, এতটা গুরুতর আহত হননি কেউ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।