যুক্তরাজ্যে একটি খেলার মাঠ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ১৭৫টি বোমা উদ্ধার করা হয়। সেখানে আরও তাজা বোমা রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি পার্কের মাটির নিচে থেকে যুদ্ধবোমাগুলো উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বোমাগুলো এখনো সক্রিয় এবং বিস্ফোরণের ক্ষমতা রাখে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক বোমা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্যারিশ কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘উদ্ধার করা প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং অন্যান্য অভ্যন্তরীণ উপাদান অক্ষত রয়েছে। এগুলো এতটাই বিধ্বংসী যে, কয়েকটি বিস্ফোরিত হলেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।’
প্যারিশ কাউন্সিলের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উলার শহরে স্কটস পার্কের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এই জায়গাটি পার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে ২০২৩ সালে বরাদ্দ দিয়েছিল ব্রিটিশ সরকার।
এরপর পার্কটি সম্প্রসারণের উদ্দেশ্যে গত মাসে পাশ্ববর্তী ওই জায়গায় খনন কাজ শুরু করে পার্ক কর্তৃপক্ষ। কিছুদূর খননের পরই একের পর এক বোমাগুলোর আবিষ্কৃত হতে থাকে। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা বোমাগুলো পরীক্ষা করেন এবং সম্ভাব্য বিপদ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন।