সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব, যা বলছে রাশিয়া

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন রাজি হলেও ইতিবাচক মনে হচ্ছে না রাশিয়াকে। আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যমের সঙ্গে ক্রেমলিনের সহকারী কর্মকর্তা ইউরি উশাকভ সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এদিকে এ নিয়ে কথা বলতে এরই মধ্যে মস্কোতে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এটি ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি সাময়িক অবকাশ এবং তাদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ ছাড়া আর কিছুই হবে না বলে দাবি করেছেন ক্রেমলিনের সহকারী কর্মকর্তা ইউরি উশাকভ। 

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে দীর্ঘমেয়াদী মীমাংসা চাইছে, যেখানে মস্কোর স্বার্থ ও উদ্বেগকে বিবেচনায় রাখা হবে। রাশিয়া ও আমেরিকার মধ্যে স্বাভাবিক মতবিনিময় শান্তিমতো চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমেরিকা বুঝতে পেরেছে ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রশ্নাতীত বিষয়।  

এর আগে গতকাল বুধবার এ নিয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসের ফোনে কথা হয় ইউরি উশাকভের। এরপর আজ এমন প্রতিক্রিয়া জানালেন তিনি। এর আগে এই প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এবার ক্রেমলিনের সহকারী কর্মকর্তা ইউরি উশাকভ মন্তব্য করার পর এ নিয়ে কথা বলতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করবেন।

সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এক যৌথ বিবৃতিতে আমেরিকা জানায়, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায়পূর্ণ বৈঠকের পর এগুলো স্থগিত করা হয়েছিল।

তিন বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে।

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাঁদের বহনকারী একটি বিমান দেশটিতে পৌঁছায়। বিবিসির এক...
টর্নেডোর তাণ্ডবে আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এ ছাড়া কানসাসে মারা গেছেন ৮ জন। টর্নেডোর কয়েকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের তোড়ে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ বেশ কয়েকটি অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের কর্মীদের ছুটিতে পাঠিয়েছে। এতে বেশ কয়েক দশক ধরে চলতে থাকা এসব গণমাধ্যমের...
টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চল। এতে মিসৌরি অঙ্গরাজ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোর আঘাতে মিসৌরি, ইন্ডিয়ানা, ইলিনয়, টেক্সাস ও আরকানসাসে ২ লাখ মানুষ বিদ্যুৎ...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.