পাশের বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় আজ শুক্রবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাবস্টেশনটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাবস্টেশনে ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানবন্দরের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
যাত্রীদের উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে না আসতে পরামর্শ দেওয়া হচ্ছে। তথ্যের জন্য বিমান সংস্থার সাথে যোগাযোগ করা করতে বলা হচ্ছে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এই অবস্থায় যাত্রীদের কোনও অবস্থাতেই এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয়।