যুক্তরাজ্যে সন্ত্রাসবিরোধী একাধিক অভিযানে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে ৭ জন ইরানের নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ রোববার লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে গ্রেপ্তারের তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার ৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন ইরানি। একটি নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই দিন পৃথক আরেকটি সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ হিসেবে লন্ডনে আরও ৩ ইরানিকে গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান কমান্ডার ডমিনিক মারফি জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো বাড়তি ঝুঁকি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে ইরান-সমর্থিত কার্যক্রম নিয়ে তীব্র নজরদারি চলছে। সুইন্ডন, পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, রোচডেল ও ম্যানচেস্টারে গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযানের গোপনীয়তা রক্ষার্থে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এদিকে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। মন্তব্যের জন্য রয়টার্স লন্ডনের ইরান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।