ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকালে রাশিয়ার সীমান্তের কাছে সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে ওই হামলা হয়। সুমির স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ জানিয়েছেন, বেসামরিকদের ওই মিনিবাসটিতে রাশিয়ার ল্যানসেট ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এই হামলা ইচ্ছাকৃত বেসামরিক হত্যা। কী ধরনের গাড়িতে হামলা চালিয়েছে তা রুশ বাহিনী বুঝতে পারছে না?’
বেসামরিকদের ওপর হামলার ঘটনাকে ‘নিন্দনীয় যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের পুলিশ। বেসামরিকদের গাড়িতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সুমিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণের কথা জানানো হয়েছে।
২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই এই হামলার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত ওই শান্তি আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।
ইউক্রেনীয় একটি সূত্রের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতাবিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।