সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইউক্রেনে বেসামরিকদের গাড়িতে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:৩১ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকালে রাশিয়ার সীমান্তের কাছে সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে ওই হামলা হয়। সুমির স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ জানিয়েছেন, বেসামরিকদের ওই মিনিবাসটিতে রাশিয়ার ল্যানসেট ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এই হামলা ইচ্ছাকৃত বেসামরিক হত্যা। কী ধরনের গাড়িতে হামলা চালিয়েছে তা রুশ বাহিনী বুঝতে পারছে না?’

বেসামরিকদের ওপর হামলার ঘটনাকে ‘নিন্দনীয় যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেনের পুলিশ। বেসামরিকদের গাড়িতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সুমিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণের কথা জানানো হয়েছে।

২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই এই হামলার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত ওই শান্তি আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

ইউক্রেনীয় একটি সূত্রের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দাবিগুলো বাস্তবতাবিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

মাঝারি পাল্লার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। গত সোমবার এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘চাইলেই ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটত। কিন্তু আমি এটি চাই না। আমি চাই যত তাড়াতাড়ি...
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হলেও, তা ঠেকিয়ে রাখা সম্ভব নয়। পরমাণু বিশ্লেষকদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তেহরানের কাছে অন্তত ১০টি পারমাণবিক বোমার উপকরণ...
মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সফলতার সাথে মোকাবিলা করায় ইরান সরকারের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে। এমনটাই মনে করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.