ভারতীয় সাংবাদিক ও সংবাদ পোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরাকায়স্থকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের এই শীর্ষ আদালত আজ বুধবার বলেছেন, ‘সাংবাদিক প্রবীর পুরাকায়স্থের গ্রেপ্তার ও পরবর্তী রিমান্ড অবৈধ।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিচারপতি বিআর গাভি এবং বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ আজ এ সিদ্ধান্ত জানান।
বিচারমতি সন্দীপ মেহতা বলেন, ‘প্রবীর পুরাকায়স্থকে গ্রেপ্তারের উপযুক্ত কারণ সরবরাহ করা হয়নি, যা আইন বহির্ভূত। তিনি হেফাজত থেকে মুক্তি পাওয়ার অধিকার রাখেন। সঙ্গত কারণে তাঁর রিমান্ড আদেশও অবৈধ।’
বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইনে গত বছরের ৩ অক্টোবরে প্রবীর পুরাকায়স্থ ও মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাঁর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ব্যাহত করতে সহিংসতা সৃষ্টির জন্য চীনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আনা হয়।
মামলার নথিতে বলা হয়, সংবাদ পোর্টাল নিউজক্লিক চালানোর জন্য চীনের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন প্রবীর পুরাকায়স্থ।
পুলিশ দাবি করেছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সহিংসতা সৃষ্টি করতে জঙ্গি গোষ্ঠির সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন প্রবীর পুরাকায়স্থ। গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ৩ অক্টোবর দিল্লির ৮৮টি জায়গায় ও রাজ্যের ৭টি জায়গায় অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় নিউজক্লিকের কার্যালয় ও প্রবীর পুরাকায়স্থের বাসভবন থেকে ৩০০টি ইলেনকট্রনিক গেজেট জব্দ করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীরকে গ্রেপ্তারের পর একটি স্বাধীন তদন্তকারী সংস্থা অভিযুক্তের উপযুক্ত বিচার করতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সুপারিশ করে। এরপর প্রবীরের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করেন। আজ ভারতের উচ্চ আদালত তাঁক অবিলম্বে মুক্তির নির্দেশ দিলেন।