সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

রেস্টুরেন্টে ওয়েটারের চাকরির জন্য ভারতীয় শিক্ষার্থীদের লাইন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ এএম

কানাডার ‘তন্দুরি ফ্লেম’ রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ‘ওয়েটার’ পদে চাকরির ইন্টারভিউয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতি বছর ভারত থেকে প্রচুর তরুণ শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে কানাডায় যান। সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কানাডাতেও জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে গেছে। তাই টিকে থাকার প্রয়োজনেই কানাডায় থাকা ভারতীয় শিক্ষার্থীরা যেকোনো ধরনের কাজ খুঁজছেন। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি তেমনই একটি ভিডিও বলে মনে করা হচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে থাকা আগম্ভীর সিং নামের এক তরুণ হতাশ কণ্ঠে বলছেন, ‘আমি দুপুর ১২টার দিকে এখানে এসে দেখি, বিশাল লাইন হয়ে গেছে। এর আগে আমি এখানে ওয়েটারের চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলাম। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তখন বলেছিল একটি সাক্ষাৎকার নেওয়া হবে। এখন এত আবেদনকারী দেখে মনে হচ্ছে, চাকরিটা পাব না।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘কানাডায় আমাদের অবস্থা খুবই খারাপ। সবাই চাকরি খুঁজছি। কিন্তু কেউ তেমন একটা চাকরি পাচ্ছি না। আমার অনেক বন্ধু ২–৩ বছর ধরে এখানে বেকার অবস্থায় দুর্বিসহ জীবনযাপন করছে।’

কানাডায় চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি বেশ নাজুক। গত অগস্টে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বেকারত্বের হার প্রায় ৬ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া আরও একাধিক সংবাদমাধ্যমেও কানাডার কর্মসংস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় প্রতি ছয় জনে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।

অর্থনৈতিক সংকট মাথায় রেখে কানাডা সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সাল থেকে স্টুডেন্ট ভিসা ১০ শতাংশ কমিয়ে আনবে।

এদিকে গত অগস্ট মাসে ভারত সরকার জানিয়েছে, প্রায় ১৩ লাখ ৩৫ হাজার ভারতীয় শিক্ষার্থী বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন। এর মধ্যে শুধু কানাডাতেই ৪ লাখের ওপরে ভারতীয় শিক্ষার্থী রয়েছে। ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬০ শতাংশ। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরে কানাডায় যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভারতীয়।

ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার বেঙ্গালুরুতে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে। সাবেক এ কর্মকর্তার বয়স ছিল ৬৮ বছর।
ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ ঘটনা ঘটে। এখনও ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয়...
গত কয়েক সপ্তাহে ১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল অথবা তাঁদের আইনি মর্যাদা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এতে করে বিভিন্ন দেশ থেকে আমেরিকায় পড়তে যাওয়া এসব শিক্ষার্থীরা আটক ও নির্বাসনের...
পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের পক্ষে করা মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.