সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পান্না জেলায় সবাই হীরা খোঁজে কেন?

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দাদের কাজ যেন শুধু হীরা খোঁজা। সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে হীরা খোঁজার কাজ করেন তারা। কেউ মূল্যবান হীরা খুঁজে পান, কেউ ছোটখাটো আকারের হীরা পেয়ে থাকেন আবার কারও ভাগ্যে কিছুই জোটে না। পান্না জেলার বাসিন্দাদের নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

গত পাঁচ দশক ধরে হীরা খোঁজার কাজ করছেন পান্নার বাসিন্দা প্রকাশ শর্মা। ৬৭ বছর বয়সী প্রকাশ বলেন, ‘আমি হীরা খোঁজার কাজ না করলে আমি অসুস্থ হয়ে যাই। এটি অনেকটা মাদকের মতো।’ 

পান্না সিটি নামে খ্যাত ওই অঞ্চলটি ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলোর একটি। এর বাসিন্দারা দারিদ্র্য, সুপেয় পানির অভাব এবং বেকারত্বে জেরবার। অথচ এখানে রয়েছে ভারতের বেশির ভাগ হীরার মজুত। 

ভারতের বেশির ভাগ খনি সরকার পরিচালিত। রাজ্যের কর্মকর্তারা প্রতি বছর নামমাত্র মূল্যে খনি শ্রমিকদের কাছে জমির ছোট অংশ ইজারা দেয়। ভাগ্য বদলাতে সেখানে হীরার সন্ধান করেন শ্রমিকেরা।

পান্নায় যান্ত্রিক হীরার খনি রয়েছে একটি। তবে এক সময় বিরল পান্না আবিষ্কারের জন্য পরিচিতি পায় এ অঞ্চল। বছরের পর বছর ধরে অতিরিক্ত খনির মাধ্যমে হীরা উত্তোলনের কারণে এর মজুত হ্রাস পেয়েছে। তবুও আশাবাদী মানুষ তাদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

শর্মার মতো হাজার হাজার যুবক এবং বৃদ্ধ খনিতে হীরা খুঁজে দিন কাটায়। তাদের আশা, একদিন দারিদ্র্যের চক্র থেকে মুক্তি দেবে এই হীরা।

শ্যামলাল জাটভ নামের পান্না জেলার এক বাসিন্দা জানান, পারিবারিকভাবে হীরা খোঁজার শ্রমে যুক্ত তিনি। ৫৮ বছর বয়সী এই ব্যক্তি জানান, তার দাদা কাজটি শুরু করেন এবং এখন তার ছেলেও এটিতে যুক্ত হয়েছে। ছেলে অবশ্য খনিতে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।

খনি শ্রমিকেরা ভোরে উঠে নুড়ি খনন শুরু করে। এরপর সূর্যাস্ত পর্যন্ত হীরার সন্ধানে এসব নুড়ি ধুয়ে, শুকিয়ে এবং চালনিতে ছেঁকে নেয়। তাদের পরিবার তাদের কাজে সাহায্য করে।

হীরা খুঁজে পাওয়ার পর তা সরকারি অফিসে হস্তান্তর করতে হয়। এরপর নিলামে বিক্রি হয় হীরা। কম দামে সেই হীরা কিনে নেয় সরকার। স্বত্ব এবং কর বাদ দেওয়ার পর শ্রমিকদের হাতে বলতে গেলে কিছুই থাকে না।

পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত সিন্ধু নদ থেকে পাকিস্তানে এক ফোঁটা পানি প্রবাহিত হতে দেবে না। এমনটি বলেছেন ভারতের পানিসম্পদমন্ত্রী সিআর পাতিল।
ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েক দিন ধরে প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এ হামলার জন্য ভারত সরাসরি দায়ী করেছে পাকিস্তানকে। ৪৮...
ভারতের বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে সকল মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী...
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
এ ঘটনার প্রতিবাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে মাদ্রিদ। পাশাপাশি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের এমন কড়া অবস্থানের পর...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.