সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর এবার ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

ইন্ডিয়া টুডে বলছে, এন বীরেন সিং পদত্যাগ করার কয়েকদিন পর আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। ভারতের সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভাগুলোকে তাদের শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে আবার অধিবেশন আহ্বান করতে হবে।

মণিপুরে শেষ বিধানসভা অধিবেশন বসেছিল গত বছরের ১২ আগস্ট। গতকাল বুধবার পরবর্তী অধিবেশন আহ্বানের সময়সীমা ছিল। মণিপুরের রাজ্যপাল অজয় ​​ভাল্লা সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন বাতিল করেন।

এন বীরেন সিংয়ের পদত্যাগের আগে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। বৈঠকে তাঁকে সে কথা বলেও দেন শাহ।

গত দেড় বছরের বেশি সময় ধরে গোষ্ঠীসংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে অতীতে বার বারই প্রশ্ন উঠেছে।

গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। সঙ্গে আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। ফেরাবেন তিনিই। অথচ সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন বীরেন!

আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা...
সৌদি আরবে সাত দিনে প্রায় ২৫ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস...
গত বছরের জুলাই–আগস্টে বাংলাদেশে হওয়া শেখ হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগে থেকেই ভারত জানত। কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি। গতকাল শনিবার পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির কাছে এসব...
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফের শখের প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনাইটেডের থিয়েটার অব ড্রিমসকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম বানানোর জন্য জনগণের অর্থ ব্যবহার করার ইচ্ছা নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.