সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

ট্রেন হাইজ্যাক: ভারতকে দায়ী করার পর দেশটি বলল, ‘সন্ত্রাসবাদের আস্তানা পাকিস্তান’

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকসহ দেশটিতে বিভিন্ন সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এই অভিযোগের পর এবার কঠোর বার্তা দিল ভারত। পাকিস্তানে সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত থাকার বিষয়টি অস্বীকার করে দেশটি বলছে, সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্র পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারত সরকার বলছে, অন্যদের দোষারোপ করার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো, ইসলামাবাদ সন্ত্রাসবাদের আস্তানা হিসেবে পরিচিত। এসব অভিযোগ করার মধ্য দিয়ে তা আবার প্রমাণিত।   

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা, দোষ চাপানোর পরিবর্তে নিজেদের দিকে তাকানো।’

এর আগে সম্প্রতি পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত। বেলুচিস্তানের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেস নামের ট্রেন ছিনতাইয়ের ঘটনার পর তিনি এই মন্তব্য করেন। 

গত মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মীও ছিলেন।

জিম্মি হওয়া ৩০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিতে চালানো অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য। ট্রেনে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ট্রেনে হামলাটি বাইরের কোনো দেশ থেকে সংগঠিত হয়েছে। তবে সরাসরি ভারতের কথা বলেননি। বিএলএর কার্যকলাপের জন্য অতীতে ভারতকে দোষারোপ করার নীতি থেকে পাকিস্তান সরে এসেছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন, ভারতের বিরুদ্ধে তাদের অভিযোগ আজও প্রযোজ্য।

পাঞ্জাব প্রদেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় নাচ–গান ও অন্যান্য অশালীন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন। সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র...
সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার দামেস্কের একটি কমান্ডো সেন্টারে এই হামলা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা দাবি করেছে, ওই কমান্ডো সেন্টার ফিলিস্তিনি...
ওষুধ কিনতে আসেন এক বয়স্ক ব্যক্তি। ওষুধ কিনে চলে যান তিনি। এরপর আরেক ব্যক্তি এসে বিভিন্ন ধরনের ওষুধ দেখেন, কিছুই না কিনে চলে যান। ওষুধ কেনার নাম করে ওই ব্যক্তি দোকানের ক্যাশবাক্স কোথায় আছে দেখে যান।...
ভারতের মোহালিতে বাসার সামনে বাইক পার্কিং করা নিয়ে তর্কাতর্কির জেরে রাস্তায় এক বিজ্ঞানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ৩৯ বছর বয়সী অভিষেক স্বর্ণকার ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব...
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.