আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ। সেই অনুরোধের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে জয়শঙ্কর এসব কথা বলেছেন।
বৈঠক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র পিটিআইকে বলেছে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটি এ বছরের প্রথম বৈঠক করেছে। ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য সদস্য ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে ভারতের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তাঁরা।
জবাবে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাগুলোকে রাজনৈতিক বলে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।’
এরপর বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের অবস্থা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি চীন ও পাকিস্তান বিষয়ে পরবর্তীতে অবস্থান তুলে ধরবেন বলে জানান।
জয়শঙ্কর বলেন, পাকিস্তানের কারণে বর্তমানে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে। এ কারণে বিমসটেককে শক্তিশালী করার কথা ভাবছে ভারত।
সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও জানিয়েছে, ব্যাংককে আগামী ২-৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে তাঁর সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি।
এ সময় সংসদ সদস্যরা জানতে চান, যাবেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কি না? তখন জয়শঙ্কর বলেন, ‘এটি বিবেচনাধীন।’
উল্লেখ্য, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাঁদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।