সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ব্যাংককে ‘ইউনূস-মোদি বৈঠক’ বিবেচনা করছে ভারত: জয়শঙ্কর

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম

আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ। সেই অনুরোধের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে জয়শঙ্কর এসব কথা বলেছেন।

বৈঠক সংশ্লিষ্ট কয়েকটি সূত্র পিটিআইকে বলেছে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটি এ বছরের প্রথম বৈঠক করেছে। ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য সদস্য ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে ভারতের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তাঁরা।

জবাবে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাগুলোকে রাজনৈতিক বলে দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।’

এরপর বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের অবস্থা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি চীন ও পাকিস্তান বিষয়ে পরবর্তীতে অবস্থান তুলে ধরবেন বলে জানান।

জয়শঙ্কর বলেন, পাকিস্তানের কারণে বর্তমানে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে। এ কারণে বিমসটেককে শক্তিশালী করার কথা ভাবছে ভারত।

সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও জানিয়েছে, ব্যাংককে আগামী ২-৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে তাঁর সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি।

এ সময় সংসদ সদস্যরা জানতে চান, যাবেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কি না? তখন জয়শঙ্কর বলেন, ‘এটি বিবেচনাধীন।’

উল্লেখ্য, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাঁদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

ফ্রান্স থেকে ৯০ হাজার কোটি টাকা দিয়ে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। আজ সোমবার সরকার পর্যায়ে এই চুক্তি সই করা। এমন এক সময় ভারত এই চুক্তি করল, যখন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের...
ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার বর্ণনা দিয়েছেন একজন ভুক্তভোগী। গতকাল মঙ্গলবারের ওই হামলায় স্বামী মঞ্জুনাথকে হারানো পল্লবী নামের এক নারী ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমকে...
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয়...
দুদিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকালে তিনি সৌদির উদ্দেশে যাত্রা শুরু করেন। এরই মধ্যে তিনি সৌদি আরবের জেদ্দায় নেমেছেন। তাঁকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে...
জাপানের ই-কমার্স খাতে যোগ দিতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তাঁদের ই-কমার্স উদ্যোগ ‘টিকটক শপ’ আগামী কয়েক মাসের মধ্যেই জাপানে চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার (২৭...
গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এই পরিস্থিততে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে বিতর্কে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.