সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের মুর্শিদাবাদ, নিহত ৩

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম

বিতর্কিত (সংশোধিত) ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। বিশেষ করে সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় বেশি অস্থিতিশীলতা বিরাজ করছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল শুক্রবার ও আজ শনিবার ওয়াকফ আইনকে ঘিরে ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সেই সঙ্গে হামলা ও ভাঙচুর মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, গতকাল শুক্রবার সুতি এলাকার সাজুর মোড়ে গুলিবিদ্ধ হন দুজন। রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় একজনকে। শনিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। এ ছাড়া সামশেরগঞ্জে বাড়ির মধ্যে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় বাবা ও ছেলের। তাদের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠা এলাকায় পরিস্থিতি সামাল দিতে বিএসএফ নামানো হয়েছে। কড়া পুলিশি পাহারাও আছে। পরিস্থিতি অনেকটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
  
এদিকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি রাজ্যের নয়, কেন্দ্রের আইন উল্লেখ করে মমতা বলেন, ‘কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার থাকলে সেখানে বলতে হবে।’ 

অন্যদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা নামানোর দাবি জানিয়েছেন তিনি। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁর। এর পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামছেই না। হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনের পর বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক বাধ্যতামূলক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান...
স্পেনের দক্ষিণ-পূর্বের একটি শহরে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে তিন রাত ধরে সংঘর্ষের পর স্প্যানিশ পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। 
সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠানোর কথা জানিয়েছে দেশটির...
ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন নীতিমালা আসছে আমেরিকায়। এ নিয়ে বিনিয়োগকারীদের মাঝে তৈরি হওয়া উচ্চাশা ও আশাবাদের প্রেক্ষাপটে বিটকয়েনের দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। গতকাল সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২৩...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.