সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

তাদের ঘরে ঢুকে মারব, পালানোর সুযোগ দেব না: মোদি

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:০৪ পিএম

সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরের বিমান বাহিনীর ঘাঁটিতে গিয়ে সদস্যদের ‘স্যালুট’ জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মোদি বলেন, ‘আমরা তাদের ঘরে ঢুকে মারব। পালানোর কোনো সুযোগই তারা পাবে না।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শুধু সন্ত্রাসী নয়, পাকিস্তান সেনাবাহিনীকেও মোক্ষম জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসীরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম ছিল না। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেন, ‘ভারত কেবল সন্ত্রাসীদেরই নয়, তাদের মদদদাতা পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে। সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর নির্ভর করে...। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয়রা সেই পাকিস্তানি সেনাবাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। সন্ত্রাসীরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। আপনারা (ভারতীয় সেনাবাহিনী) ওদের সামনে থেকে হামলা করেছেন। নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি সন্ত্রাসীকে শেষ করেছেন।’

এর আগে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে গত ৭ মে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ এবং তারপর দুই দেশের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে শুরু করে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। এটাকে একদম সহজভাবে মোকাবিলা করেছে ভারতের সেনারা। এটা ভারতীয় আর্মিতে নিউ নরমাল। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না।’

বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার দুপুরে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
২০১৭ সাল। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপির বর্ষীয়াণ নেতা বিজয় রূপানি। এক সফরে উমরগাম থেকে হিম্মতনগর যাচ্ছিলেন তিনি। তখন হেলিকপ্টারের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পর বিমানবন্দরে জরুরি অবতরণ করে...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের প্রথম দুর্ঘটনা। ২০০৯ সালে এই মডেলটির উৎপাদন শুরু করে বোয়িং। আর ২০১১ সাল থেকে এটির বাণিজ্যিক...
ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় পুলিশ কমিশনার জিএ মালিক এ তথ্য জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে, করোনাভাইরাস সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জার রূপ নিয়েছে। বহনকারীদের বেশির ভাগ পরীক্ষা করছেন না। ফলে সংক্রমণের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। প্রকৃত করোনা রোগী অনেক বেশি ধারণা করা...
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। আজ শনিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশের যমুনা সেতু থেকে...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সরাসরি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.