ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতেই ওই সেনার মৃত্যু হয়। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি সেনা চৌকিতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
ওই সেনাসদস্যের বাড়ি তেলেঙ্গানা রাজ্যে। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর সময় তিনি সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজে দায়িত্বরত ছিলেন। সেখানেই নিজের রাইফেলের গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে কাজ করছে পুলিশ।