আবার কি ফিরছে করোনা-আতঙ্ক? সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে ভারতেও কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। গত ১২ মে থেকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬৪।
এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২৫৭। এই তালিকায় শীর্ষে রয়েছে কেরালা, এরপর মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্য।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত সপ্তাহে কেরালায় ৬৯টি নতুন সংক্রমণের খবর সামনে আসে। মহারাষ্ট্রে ৪৪টি ও তামিলনাড়ুতে ৩৪টি। এর মধ্যে মহারাষ্ট্রে দুজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের করোনায় মৃত্যু হয়নি। কিন্তু, উভয়েই করোনা পজিটিভ ছিলেন।
এদিকে ফের একের পর এক সেলিব্রেটির করোনা আক্রান্তের খবর শুনে উদ্বিগ্ন সাধারণ মানুষ। কিছুদিন আগেই এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর শোনা গিয়েছিল। এবার অভিনেত্রী শিল্পা শিরোদকরের শরীরে ধরা পড়ল কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব।
এ নিয়ে উদ্বেগের মধ্যেই ভারত সরকার জানাল, করোনা নিয়ন্ত্রণছাড়া হয়নি এখনো।