সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

পাকিস্তান সেনাবাহিনীকে এর চরম মূল্য দিতে হবে: মোদি

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:০৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেকটি সন্ত্রাসী হামলার দাম চুকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের সেনাবাহিনীকে এর চরম মূল্য দিতে হবে। এমনকি পাকিস্তানের অর্থনীতিকেও এর মূল্য দিতে হবে। আমি বিকানেরে আসর সময় যে বিমান ঘাঁটিতে অবতরণ করেছিলাম, সেখানেও পাকিস্তান হামলার চেষ্টা চালিয়েছিল। তবে পাকিস্তান সেটা ছুঁতেও পরেনি। আর এর খুব কাছেই পাকিস্তানের ঘাঁটি ছিল। তবে এখন সেটা আইসিইউতে পড়ে আছে।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রাজস্থানের বিকানেরে আজ বৃহস্পতিবার এক জনসভায় মোদি এসব কথা বলেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পারমাণবিক বোমার এই ভুয়া ভয়ে ভারত আর ভীত হবে না। আতঙ্কের গুরু এবং সন্ত্রাসকে সাহায্য করা সরকারকে আমরা আলাদা আলাদা করে দেখব না। আমরা তাদের একই হিসেবে দেখব। তাদের এই স্টেট, নন-স্টেটের খেলা আর চলবে না। গোটা বিশ্বে তাদের মুখোশ খোলার জন্যে আমরা দল পাঠিয়েছি। আমরা এখন গোটা বিশ্বকে পাকিস্তানের আসল চেহারা দেখাব।’

নরেন্দ্র মোদি বলেন, ‘পেহেলগামে সন্ত্রাসীরা যে গুলি চালিয়েছিল, তা ভারতবাসীর বুকে গিয়ে বিঁধেছিল। সারা দেশের মানুষ ঘুমাতে পারেনি। ২২ তারিখের জবাবে আমরা ২২ মিনিটে ওদের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি। যারা ভাবত, ভারত চুপ থাকবে, তাদের যোগ্য জবাব দিয়েছি। নিজেদের অস্ত্র নিয়ে যারা অহংকার করত, তারা এখন ভীত।’

অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, ২০১৯ সালে আজাদ কাশ্মীরের বালাকোটে ‘ভারতীয় বিমানহানার’ পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও ‘অপারেশন সিঁদুর’-এর পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হলো। 

ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ৬৩ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আর তেল আবিবের ৭টি এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে...
ইসরায়েলি হামলায় ইরানে ৭০ জনের বেশি নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩২০ জন আহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা ফারস এই ‘অপ্রাতিষ্ঠানিক পরিসংখ্যান’ প্রকাশ করেছে। ফারস ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালনা করে তাকে...
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার ইন চিফ হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের নাম ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...
বোমা হামলার হুমকি পাওয়ার পর এবার এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে। আজ শুক্রবার দুপুরে এ খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধান...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং...
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির পদে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের...
শুধু আফ্রিকা কেন, লর্ডসে যেকোনো দলের জন্যই এ লক্ষ্য কতটা কঠিন, সেটা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বোঝা যায়। লন্ডনের এ ভেন্যুতে চতুর্থ ইনিংসে ২৮২ বা এর চেয়ে বেশি রানে তাড়া করে জেতার রেকর্ড আছেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.