সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

দিল্লিতে গ্রেপ্তার ১২১ ‘অবৈধ বাংলাদেশীকে’ ফেরত পাঠাবে ভারত

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৪০ পিএম

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দিল্লি পুলিশ বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাসের জন্য আউটার নর্থ দিল্লি থেকে ১২১ জন ‘অবৈধ বাংলাদেশী’ নাগরিককে গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডিসিপি আউটার নর্থ নিধিন ভালসান বলেন, ‘দিল্লিজুড়ে অবৈধ বিদেশী নাগরিকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছে। যাদের আটক করা হয়েছে, তারা ৮৩১ জন সন্দেহভাজন অবৈধ বাসিন্দার তালিকায় ছিলেন। নথিপত্র যাচাইয়ের পর তাদের বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) হস্তান্তর করা হয়েছে এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।’

নিধিন ভালসান আরও জানান, যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই বস্তি এলাকায় বাস করতেন। তারা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা এরই মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা মনে করছেন, অনুপ্রবেশকারীদের সহায়তায় একটি সুসংগঠিত চক্র কাজ করেছে। তাদের মূলহোতাদের খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ পাঁচ ভারতীয় নাগরিকেও শনাক্ত করেছে। নিধিন ভালসান বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কল রেকর্ড এবং অন্যান্য কর্মকাণ্ডের তদন্ত চলছে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার বিকেলে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করে এই কথা নিজেই জানিয়েছেন মোদি। কাতারভিত্তিক...
বিভিন্ন ত্রুটির কারণে আজ মঙ্গলবার একদিনেই বাতিল হয়েছে ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার অন্তত ৫টি আন্তর্জাতিক ফ্লাইট। আর সব ফ্লাইটেই উড়োজাহাজ হচ্ছে বোয়িংয়ের ড্রিমলাইনার। এর আগে গতকাল জানা যায়, বিভিন্ন...
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তাজনিত কারণে তেহরানে থাকা ভারতীয় নাগিরক ও শিক্ষার্থীদের সরিয়ে নিতে শুরু করেছে ভারত। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দেওয়া বক্তব্যে এর জন্য ভারতের...
বোকা জুনিয়র্সের নকআউটে ওঠার সমীকরণ সহজ ছিল না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বেনফিকার সঙ্গে ড্র (২-২) করার পর বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টাইন ক্লাবটি। শেষ আটে উঠতে একদিকে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.