ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এত বড় নেতা আপনি, কিন্তু আমেরিকা বললেই চুপ হয়ে যান’। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় মমতার বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই নেত্রী এমন মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আলিপুরদুয়ারের জনসভা থেকে শাসকদল তৃণমূলের সমালোচনা করেন তিনি। মোদি বলেন, এই রাজ্যে পাঁচটি সঙ্কট রয়েছে। দুর্নীতি, নারীদের নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি নানা প্রসঙ্গে তৃণমূল সরকারের গাফিলতিগুলো তুলে ধরেন তিনি।
মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে মোদি আরও বলেন, ‘মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে, তা বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ। এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত। প্রতিবার আদালতকে হস্তক্ষেপ করতে হয়। এভাবে কী কোনো সরকার চলতে পারে?’
এর জবাবে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যে সময় বিরোধিরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী! উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ আসাম থেকে লোক নিয়ে আসতে হলো? তার মানে উত্তরবঙ্গের মানুষ তাকে চিনে গিয়েছেন। তার ওপর আর মানুষের আস্থা নেই।’
পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণের জবাব হিসেবে মমতা বলেন, ‘আগে নিজের দোষ দেখুন। আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনো কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ নিতে হয়। কিন্তু যখন আপনার গুজরাটে, মধ্যপ্রদেশে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি করার জন্য কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ বলেছেন উল্লেখ করে মমতা বলেন, ‘এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান!’