সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যুদ্ধে চীন পাকিস্তানকে সহায়তা করেছিল, দাবি ভারতীয় সেনা কর্মকর্তার

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম

‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলো নিয়ে পাকিস্তানকে ‘রিয়েল টাইমে’ গোয়েন্দা তথ্য দিচ্ছিল চীন। এমন বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। আজ শুক্রবার নয়াদিল্লিতে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই সেনা কর্মকর্তা দাবি করেছেন, ভারত একসঙ্গে তিনটি প্রতিপক্ষের মোকাবিলা করেছিল–পাকিস্তান, চীন ও তুরস্ক। পাশাপাশি কীভাবে পাকিস্তানের ৯টি ঘাঁটি চিহ্নিত করেছিলেন এবং সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত জানান রাহুল আর সিং।

রাহুল আর সিং বলেন, ‘পাকিস্তান ছিল সম্মুখভাগে। কিন্তু চীন তাদের সর্বতোভাবে সহায়তা করছিল। তুরস্কও যে ধরনের সাহায্য করেছে, তা খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষ চলাকালীন ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস স্তরে যখন আলোচনার চেষ্টা হচ্ছিল, তখন পাকিস্তান বলেছিল, আমরা জানি, তোমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে। অনুরোধ করব, সেটা সরিয়ে নাও।’

এই ভারতীয় সেনা কর্মকর্তা দাবি করেন, ‘এই বক্তব্য থেকেই স্পষ্ট, পাকিস্তান চীনের কাছ থেকে সরাসরি গোয়েন্দা ইনপুট পাচ্ছিল। আমাদের সামনে একটা সীমানা ছিল। প্রতিপক্ষ ছিল দু’জন, আসলে তিনজন। পাকিস্তানই সামনে ছিল। তাদের সবরকম সাহায্য করছিল চীন। পাকিস্তানের ৮১ শতাংশ মিলিটারি হার্ডওয়্যার চীন থেকে আসে। অস্ত্রও চীনের। চীন তার অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে কার্যত পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। যেন এক লাইভ ল্যাব হাতে পেয়েছে তারা। চীন কখনও সরাসরি ময়দানে নামে না। বরং প্রতিবেশীকে দিয়ে যুদ্ধ করিয়ে নেয়। এটিই তাদের পুরোনো কৌশল।’

এই আলোচনায় সেনা উপপ্রধান আরও বলেন, ‘তুরস্কও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যেভাবে তারা সাহায্য করেছে, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরের আলোচনা চলছিল। তখন পাকিস্তান চীন থেকে আমাদের ভেক্টরগুলোর লাইভ আপডেট পাচ্ছিল। ভবিষ্যতে এই ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। তবে অপারেশন সিঁদুর অভিযানে আমাদের কিছু দেশীয় অস্ত্র ভালোভাবে কাজ করেছে। কিন্তু কিছু অস্ত্র ভালোভাবে কাজ করেনি।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর ধরে আমরা যেভাবে যন্ত্রণা সহ্য করেছিলাম, সেভাবে এই যন্ত্রণা সহ্য করার কোনো সুযোগ নেই। অপারেশন সিঁদুর লক্ষ্যবস্তু পরিকল্পনা, নির্বাচন প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তা ব্যবহার করে সংগৃহীত প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছিল। সুতরাং মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুতে আমরা অভিযান চালানো বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি। শেষ দিন বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, পাকিস্তানের এই নয়টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’

রাহুল বলেন, ‘চীন-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক প্রচলিত অস্ত্র স্থানান্তরের বাইরেও বিকশিত হয়েছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান চীন থেকে সরাসরি ইনপুট পাচ্ছিল। আমাদের দ্রুত এই বিষয়ে কাজ করতে হবে। তাই ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ইসরায়েলের মতো আমাদের কাছে আয়রন ডোম নেই। আমাদের কাছে এই ধরণের বিলাসিতা নেই। কারণ এই জিনিসগুলোর জন্য অনেক টাকা খরচ হবে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।’

গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনের পর বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক বাধ্যতামূলক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান...
বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক নিরাপদ বলে দাবি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও বোয়িং। একটি নথি এবং বিষয়টি সম্পর্কে জানা চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা...
মিয়ানমারে ভারতের বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইনডিপেনডেন্টের (উলফা-আই) ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদরদপ্তরে চালানো...
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেনি বলে মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ এহসান খালিদ। তিনি বলেন, ২টি ইঞ্জিন কীভাবে বিকল হয়েছে, তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.