গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের আক্রমণে এক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার তাকে বহনকরা জাতিসংঘের একটি গাড়ি রাফাহ শহরে আটকা পড়ে। এ ঘটনায় সংস্থাটির আরেক কর্মীর আহত হয়েছেন।
নিহত কর্নেল বৈভব কালে ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। গাজায় সংঘাত শুরুর পর তিনিই জাতিসংঘের প্রথম নিহত আন্তর্জাতিক কর্মী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
বুধবার জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক জানান, তাদের মনে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোঁড়া একটি গোলা জাতিসংঘ লেখা গাড়িটিতে আঘাত করে।
ফারহান হক জানান, কোন পরিস্থিতিতে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে তা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। এ ঘটনায় জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগ একটি সত্যান্বেষণ কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।
জাতিসংঘ আগে জানিয়েছিল, রাফাহ শহরের ইউরোপীয় হাসপাতালে যাওয়ার সময় তাদের কর্মীদের বহন করা একটি গাড়ি আটকে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘটনার ভিডিও যাচাই করে ব্রিটিশ গনমাধ্যম বিবিসি বলছে, গাড়িটিতে পরিস্কারভাবে জাতিসংঘের চিহ্ন ছিল। এটিতে অনেকগুলো গুলির চিহ্নও পেয়েছে বিবিসি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটি একটি সংঘাতপূর্ণ এলাকায় আটকে যায় এবং এটির রুট সম্বন্ধে আগে থেকে কোনো তথ্য তাদের দেওয়া হয়নি।
নিহত কর্নেল কালের বাড়ি ভারতের মহারাষ্ট্রে। গাজায় আক্রমণের মুখে পড়ার কয়েক সপ্তাহ আগে তিনি ইউএনডিএসএস–এ চাকরি শুরু করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতে ২২ বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসরে যান।
তার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শোক জানিয়েছেন। এক বিবৃতিতে গুতেরেস জানিয়েছেন, গাজায় সংঘাত শুরুর পর জাতিসংঘের ১৯০ কর্মী নিহত হয়েছে।
গত এপ্রিলে ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।