ইসরায়েলে যেকোনো সময় হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ এই হুমকি দেন। লেবাননে প্রতিরোধ ও মুক্তি দিবসে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসরায়েলে হুট করেই হামলা চালানো হতে পারে। এ জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতেও বলেন নাসরাল্লাহ।
শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ বলেন, ‘গাজায় হামলা চালিয়ে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল। এমনকি তাদের নেতারাও সে কথা স্বীকার করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এ কথা বলেছেন। এবার আমাদের কাছ থেকে সারপ্রাইজ হামলার জন্য প্রস্তুত হন।’
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাচি হ্যানেগবি এক বৈঠকে বলেন, তারা কোনো কৌশলগত জয় পাননি। এমনকি জিম্মিদের মুক্ত করে আনতে কোনো চুক্তিও করতে পারেননি। হামাসকে তারা সরাতেও পারছেন না। আবার সেখানে রাখতেও পারছেন না।
গত অক্টোবর থেকেই গাজায় চলছে হামাস–ইসরায়েল সংঘাত। এতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে তারা। জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণের রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফাহ ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আইসিজের এই নির্দেশ উপেক্ষা করে রাফাহ শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল।
গত সাত মাসের বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।