সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
Independent Television
 

রাফাহতে বোমা ফেলে ৩৫ জনকে জীবন্ত পুড়িয়ে মারল ইসরায়েল

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ অমান্য করে গাজার রাফাহতে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোবার রাফাহর তাল-আস-সুলতান এলাকার একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন কয়েক শ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সেখানে বোমা ফেলে অন্তত ৩৫ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসিরাত ও গাজা সিটি এলাকার শরণার্থী শিবিবিরগুলোতে ইসরায়েলি হামলায় ১০৬ জন নিহত হয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, কয়েক মাস পর গতকাল রোববার তেল আবিবে হামাসের রকেট হামলার পর রাফহতে বোমা হামলা চালাল ইসরায়েল। রাফাহর এমন একটি শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে, যেটিকে ইসরায়েল ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ওই এলাকায় হামাসের জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। তাই অভিযান চালানো হয়েছে। এ অভিযানে হামাসের দুই সিনিয়ন কর্মকর্তা নিহত হয়েছে।

তবে হামাসের পক্ষ থেকে তাদের দুই সিনিয়র কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি সম্পর্কে কিছুই জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি তাঁবুতে বড় অগ্নিকাণ্ড ঘটেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার ইসরায়েলি বেশ কয়েকজন সেনাকে আটকে ফেলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের সশস্ত্র শাখা আল কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় যুদ্ধের সময় একটি টানেলে ব্যাপক লড়াই করে আমাদের যোদ্ধারা। এ সময় ইহুদিদের কুপোকাত করা হয়। ইসরায়েলি সেনাদের কেউই বেঁচে ফিরে যেতে পারেনি। মারা গেছে কিংবা আহত হয়েছে।’

তবে হামাসের এই দাবি মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি।

গত সাত মাসের বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গতকাল মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। থামার কোনো লক্ষণই নেই। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি নিহতের তথ্য এসেছে। এর মাধ্যমে হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি...
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের...
‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।
আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.