লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘লেবাননে স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের নিহতের ঘটনায় গভীর শোক জানাই। লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও লিখেছেন, ‘সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে—সবখানেই।’
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর গাজাবাসীর পক্ষে দাঁড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝেই হামলা করতে শুরু করে। পরে ইসরায়েলও পাল্টা হামলা চালাতে শুরু করে লেবাননে। সম্প্রতি লেবাননে ইসরায়েল বাহিনীর হামলা জোরদার হয়েছে। পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।