সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলি হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ এএম

ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দুজন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামলার সময় ওই বিমানবন্দরে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে। এতে জানানো হয়, ডব্লিউএইচও প্রধান একটি বিমানে ওঠার সময় ইসরায়েলি হামলা হয়। তিনি নিরাপদে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউএইচওপ্রধান গেব্রেয়াসুস বলেন, আমি এবং কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আমাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন। বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন।

রাজধানী সানা এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।  ইসরায়েলে তাদের পক্ষে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।

হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তথ্যমতে, হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েল হামলার দায় স্বীকার করার পর ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলাকে বর্বরতা বলে বর্ণনা করেছে।

নিহতরা বেসামরিক নাগরিক নাকি হুতি বিদ্রোহী তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তাদের বিমানগুলো পশ্চিম উপকূল এবং অভ্যন্তরীণ ইয়েমেনে হুতি সন্ত্রাসীদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আইডিএফ জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবকাঠামোর পাশাপাশি হেজিয়াজ এবং রাস কানাতিব পাওয়ার স্টেশন ও পশ্চিম উপকূলে আল-হুদাইদাহ, সালিফ এবং রাস কানাতিব বন্দরের স্থাপনা লক্ষ্য করে হাশলা হয়েছে।

হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের অশুভ ক্ষমতার বাহু কেটে ফেলতে থাকব। আমরা কেবল (হুতিদের সঙ্গে) শুরু করেছি।

হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এই হামলাকে বর্বর এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজার সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকান ও ইসরায়েলি দাম্ভিকতার সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকবে।

ইরান এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম মাস থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে ইসরায়েল হুতিদের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালাচ্ছে।

গাজার শিশুরা দিনে একবেলারও কম খাবার পাচ্ছে। তাদের জন্য এখন খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। শুধু টিনজাত খাবার খেয়ে বেঁচে আছে শিশুরা।   
গাজায় জিম্মি থাকা ইসরায়েলি-আমেরিকান এক সেনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। এডান আলেকজান্ডার নামের ওই জিম্মিকে যেখানে রাখা হয়েছে সেখানে ইসরায়েলি বাহিনী...
হুতিরাও এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে...
ইয়েমেনের সানা প্রদেশে আমেরিকার বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গত রোববার এ হামলা চালানো হয়। 
সিলেট টেস্টের প্রথম দিনটা একদমই সুখকর ছিল না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.