সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

৬০০ মাইল রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

৬০০ মাইল বা ১ হাজার কিলোমিটার রেঞ্জের অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটি দাবি করছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হবে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাংসিরি জানিয়েছেন, পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি গাদর-৩৮০ মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ ১ হাজার কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি-জ্যামিং ক্ষমতা সম্পন্ন।

ইরানের নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যাবে। এটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে।

মিসাইলটি মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারবে বলেও তিনি দাবি করেন।

২০১১ সাল থেকেই ইরান এ ধরনের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। ইরান দাবি করেছে, তাদের দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা রয়েছে।

ইরানের কাছে ২ হাজার কিলোমিটার রেঞ্জেরও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে দেশটি। ওই ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আজ মঙ্গলবার চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফা আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত...
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রোববার গাজায় দিনভর হামলা চালিয়ে ৩৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে অন্তত দুইজন নিহত...
গাজার শিশুরা দিনে একবেলারও কম খাবার পাচ্ছে। তাদের জন্য এখন খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। শুধু টিনজাত খাবার খেয়ে বেঁচে আছে শিশুরা।   
হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করায় গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে গত শনিবার এ তথ্য জানানো হয়। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.