সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

গাজা পুনর্গঠনে দরকার ৫ হাজার ৩০০ কোটি ডলার: জাতিসংঘ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অন্তত ৫ হাজার ৩০০ কোটি ডলার দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর সম্পূর্ণ পুনর্গঠনের জন্য দরকার হবে প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলার।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই যুদ্ধে ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। তবে এরই মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে না বলে পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে হামাস জিম্মিমুক্তি স্থগিত করেছে। অন্যদিকে আজ বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দিলে গাজায় আবার হামলা শুরু করা হবে।

অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। তবে পুরো যুদ্ধ বন্ধ করতে রাজি হয়নি তারা। সমুদ্রে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কেবল। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আমেরিকা...
ফিলিস্তিনের গাজায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত পর্যন্ত হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে। 
সিরিয়ায় বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেশটির প্রাচীন শহর পালমিরার কাছের দুটি ঘাঁটিতে হামলা চালানো হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমানঘাঁটিতে...
তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তোরজোড় শুরু করেন। ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি ক্ষেত্রে রিয়াদের এই...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.