সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

গাজা খালি করার পরিকল্পনা থেকে ট্রাম্পের সরে আসাকে স্বাগত জানাল হামাস

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল বুধবার ট্রাম্প জানান, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে না। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানায় হামাস। বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার সিদ্ধান্ত বোঝায়, তবে স্বাগত জানানো হবে।’

এদিকে বুধবার দোহায় মার্কিন দূত স্টিভ উইটকফের কাছে গাজার জন্য মিশরের নেতৃত্বাধীন পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পাঁচ আরব দেশ। সেখানে ট্রাম্পের পরিকল্পনার স্পষ্ট বিরোধিতা করা হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা ‘দখল’ করে নিজস্বভাবে পরিচালনার একটি প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তাঁর ওই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের অনেক দেশ।

গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘আমরা গাজা দখল করব এবং নতুনভাবে গড়ে তুলব। আমরা সেখানে অবিস্ফোরিত বোমা ও অস্ত্র নিষ্ক্রিয় করব এবং দীর্ঘমেয়াদে এর নিয়ন্ত্রণ নেব।’ 

এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকেরা মনে করেন, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজার জনগণকে উচ্ছেদ করে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জোরপূর্বক দখল হিসেবে গণ্য হবে, যা জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। আজ রোববার তিনি ভারতে এসে নামেন। আজই বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা তাঁর। এতে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও...
টর্নেডোর তাণ্ডবে আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এ ছাড়া কানসাসে মারা গেছেন ৮ জন। টর্নেডোর কয়েকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের তোড়ে...
যুদ্ধবিধ্বস্ত গাজার আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সামরিক আগ্রাসনের সময় ওই হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল তাদের। গত কয়েক দিনে ফিলিস্তিনি সিভিল...
গতকাল শনিবার থেকে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলার পরিপ্রেক্ষিতে নিন্দা জানালের আব্বাস আঘারচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.