ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রতিশ্রুতি মেনে নেওয়ার জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আল্টিমেটাম দিয়েছে ইরাকের একটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী।
মার্কিন সাময়িকী নিউজউইককে ইরাকের মিলিশিয়া বাহিনী নুজাবা মুভমেন্টের পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ফিরাস আল ইয়াসের বলেন, ২০২৫ সালের শেষে ট্রাম্প ইরাক থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য। ইরাকের সরকারকে দেওয়া প্রতিশ্রুতি তাদের মেনে চলা উচিত।
নুজাবা মুভমেন্ট ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ব্যানারে পরিচালিত একটি মিলিশিয়া বাহিনী। এই ব্লকটি ইরানের সঙ্গে জোটবদ্ধ হয়ে গাজা যুদ্ধে হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যদিও ইরাকি মিলিশিয়া বাহিনীগুলো ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন সেনাদের বিরুদ্ধে আর রকেট হামলা করছে না। তবে গাজায় ইসরায়েল আবারও হামলা শুরু করায় এই অঞ্চলে উত্তেজনা আবারও দেখা দিয়েছে।
সম্প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন জানান, বাগদাদ ইসরায়েল হামলা চালাতে পারে বলে তারা ইঙ্গিত পেয়েছে। গত বুধবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাৎক্ষণিক ঝুঁকি এড়ানো গেলেও ইরাকে ইসরায়েলি সামরিক পদক্ষেপের হুমকি রয়ে গেছে।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে ইরাক দুই দশকেরও বেশি সময় ধরে সংঘাতের কবলে রয়েছে। মার্কিন বাহিনীর হস্তক্ষেপে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে। তাঁর পতনের পর দেশটিতে সুন্নি ও শিয়া মুসলিম বিদ্রোহের উত্থান ঘটে।