সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত পৌঁছাল ৫১ হাজারে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শহরে ভারী কামানের গোলাবর্ষণ এবং ইসরায়েলি সাঁজোয়া যান থেকে অবিরাম গুলিবর্ষণ চলছে। সবমিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছেছে। 

আল জাজিরা আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় সোমবার আরও ১৫ প্রাণহানির ঘটনা ঘটেছে হামলায়। টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসান শহরের আবাসিক বাড়িগুলোতেও ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং কামানগুলো গাজা শহরের শুজাইয়া পাড়াকেও লক্ষ্যবস্তু করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি আবাসিক ব্লক ভেঙে ফেলার সময় একটি বিশাল বিস্ফোরণ ঘটে।

উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় ফিলিস্তিনি মিডিয়া নিহতদের নাম মাহমুদ এবং হাইথাম হামদান বলে শনাক্ত করেছে। গাজা শহরের জালা স্ট্রিটের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতের সংখ্যা লাখের বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মাঝে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে বিরতি দেওয়া নিয়ে ইসরায়েলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গাজায় জিম্মি থাকা ইসরায়েলি-আমেরিকান এক সেনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। এডান আলেকজান্ডার নামের ওই জিম্মিকে যেখানে রাখা হয়েছে সেখানে ইসরায়েলি বাহিনী...
গাজায় ইসরায়েলি ‘সামরিক বর্বরতার’ প্রতিবাদে দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এই ঘোষণা দেন। এ নিয়ে দেশটির প্রেসিডেন্টের...
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দ্রুতই এ প্রস্তাবের বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। তবে হামাসকে...
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম রয়েছে। যা নিশ্চিত করবে আরও...
পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের পক্ষে করা মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।
জেনে-বুঝেও ক্রিকেটার সাকিব আল হাসান কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন- প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.