সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ইরাকে বালুঝড়ে অসুস্থ ২ হাজারের কাছাকাছি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

প্রবল বালুঝড়ে বিপর্যস্ত ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চল। শ্বাসকষ্টজনিত সমস্যার শিকার হয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

বালুঝড়ের কারণে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দুটি অঞ্চলে বিমানবন্দর বন্ধ করে ফ্লাইট চলাচলও স্থগিত রাখা হয়েছে। বালুঝড়ের কারণে ইরাকের পুরো দক্ষিণাঞ্চল আচ্ছন্ন হয়ে পড়ে বালুর মেঘে, দৃশ্যমানতা কমে যায় এক কিলোমিটারেরও নিচে। পরিস্থিতির কারণে নাজাফ ও বসরার বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে জানান, সেখানে অন্তত ৭০০ জন মানুষ শ্বাসকষ্টের শিকার হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর মধ্যাঞ্চলীয় নাজাফ শহরে ২৫০ জনের বেশি এবং দিওয়ানিয়া প্রদেশে অন্তত ৩২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ধি কার ও বসরা প্রদেশে অন্তত ৫৩০ জন মানুষ শ্বাসকষ্টের সমস্যায় চিকিৎসা নিয়েছেন।

ইরাকে বালুঝড় নতুন ঘটনা নয়। ২০২২ সালে এক তীব্র বালুঝড়ে একজনের মৃত্যু এবং ৫ হাজার জনের বেশি মানুষের শ্বাসকষ্টজনিত অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে ঝড়ের তীব্রতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মীরা ধুলোর হাত থেকে বাঁচতে মাস্ক পরে চলাফেরা করছেন। 

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। বাইরে বের হওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।  

 

ভারী বৃষ্টি ও বজ্রপাতে ভারত ও নেপালে অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগ আজ শুক্রবার পর্যন্ত এসব প্রাণহানি ঘটেছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েক দিন...
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। স্থানীয় সময় আজ শনিবার ভোর ৬টা ৪ মিনিটে এই হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি...
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে বিদ্রোহীদের ত্রাণবাহী ট্রাকে গুলি চালিয়েছে জান্তা বাহিনী। এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বহু স্থাপনার মধ্যে সাগাইং অঞ্চলের তিনটি মসজিদও ধসে পড়ে। এ সময় মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এর মধ্যে মায়োমা এলাকার সবচেয়ে বড় মসজিদটি ধসে পড়ে ভেতরে থাকা প্রায়...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.