সৌদি আরব সরফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে একটি ব্যবসায়িক ফোরামে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, ‘একটি (সিরিয়ায়) নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার সুযোগ দিতে চাই।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’
ট্রাম্পের এ ঘোষণার পর সিরিয়াবাসীকে রাস্তায় নেমে আনন্দ–উৎসব করতে দেখা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণাকে ‘একটি মোড়’ হিসেবে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ সিরিয়াকে ‘স্থিতিশীলতা, স্বয়ংসম্পূর্ণতা এবং সমৃদ্ধ দেশ গঠন’ করার সুযোগ করে দেবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। গতকালই তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন এবং ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করেন। আজ বুধবার কাতার সফরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। আগামীকাল বৃহস্পতিবার তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফের যাবেন।