সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যুক্তরাষ্ট্র যাঁকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছিল, তাঁরই সঙ্গে আজ দেখা করবেন ট্রাম্প

আপডেট : ১৪ মে ২০২৫, ০৩:০৫ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আজ বুধবার সৌদি আরবে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই আহমেদ আল-শারাকে গ্রেপ্তারের জন্য গত বছর ১০ মিলিডন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারার সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি হোয়াইট হাউসের তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টর সঙ্গে ‘হ্যালো’ বলতে রাজি হয়েছেন। সৌদি সফররত ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের একজন কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সৌদি আরবেই আহমেদ আল–শারার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের এক মাস পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল–শারা। তাঁর নেতৃত্বাধীন বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)–এর হাতেই আসাদ সরকার উৎখাত হয়েছিল।

বিবিসি বলছে, আল শারা এক সময় সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার কমান্ডার ছিলেন। ২০১৬ সালে তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এইচটিএস-কে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল এবং আল শারাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেছিল। পরে আল শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র সেই ঘোষণা প্রত্যাহার করে নেয়।

গতকাল সৌদি আরবে ব্যবসায়ীদের একটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’

ট্রাম্পের এ ঘোষণার পর সিরিয়াবাসীকে রাস্তায় নেমে আনন্দ–উৎসব করতে দেখা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণাকে ‘একটি মোড়’ হিসেবে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ সিরিয়াকে ‘স্থিতিশীলতা, স্বয়ংসম্পূর্ণতা এবং সমৃদ্ধ দেশ গঠন’ করার সুযোগ করে দেবে।

এরপর আজ ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের কথা জানাল হোয়াইট হাউস।

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময়রোববার সন্ধ্যায় ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এ হামলা হয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার বিকেলে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করে এই কথা নিজেই জানিয়েছেন মোদি। কাতারভিত্তিক...
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত রাতের হামলাগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাস ও ধ্বংসের জন্য করা হয়েছিল। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। তবে ইরানি সেনা বা বেসামরিক...
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চান উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি কোনো পরমাণু অস্ত্র চান না। তিনি শান্তি চান এবং ইরানকে সেই পথেই...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.