গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূল অভিযানে নতুন মাত্রার সামরিক আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা বিমান ও স্থল অভিযানে একদিনেই নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় অনির্দিষ্টকালের জন্য আইডিএফ মোতায়েন থাকবে। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং গাজার দক্ষিণাঞ্চলে যে ত্রাণ বিতরণ কেন্দ্র থাকবে, তা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে।
জাতিসংঘ মহাসচিব এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে এবং সাধারণ মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়বে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে।
গাজার বর্তমান পরিস্থিতিকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ আখ্যা দিয়ে আয়ারল্যান্ড, স্পেনসহ অন্তত ৬টি দেশ ইসরায়েলের প্রতি আগ্রাসন বন্ধ এবং মানবিক ত্রাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।