সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

খাবার প্রবেশে অনুমতি, পুরো গাজার নিয়ন্ত্রণ চায় ইসরায়েল

আপডেট : ১৯ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

১১ সপ্তাহ অবরোধ করে রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। গাজায় ‘যাতে দুর্ভিক্ষ দেখা না দেয়’, তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ নিয়ে সুপারিশ করার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে ‘গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার’ কয়েক ঘণ্টার মধ্যে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার এ ঘোষণা এল। এতে বলা হয়, ‘মানবিক সহায়তার নিয়ন্ত্রণ হামাসের হাতে যাতে না যায়, তা নিশ্চিত করার জন্য ইসরায়েল পদক্ষেপ নেবে। এ ছাড়া সহায়তা যেন হামাস সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।’

গত ১১ মাসে গাজায় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছিল। 

ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজার দিকে ত্রাণবাহী গাড়ি যেতে দেখা গেছে। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিংয়ে মানবিক ত্রাণ বহনকারী বেশ কয়েকটি ট্রাকের ছবি দেখা গেছে। তবে এখন পর্যন্ত ক্রসিংয়ে কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মিশরের আরিশ শহরেও ত্রাণ ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে।

চলতি মাসের শুরুতে গাজার বৃহত্তম ত্রাণ সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (উনআরডব্লিউএ) জানিয়েছে, ৩ হাজারের বেশি ট্রাক ভূখণ্ডের বাইরে আটকে আছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেবে তারা। সেখানে হামাসের কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

ইরান দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের নতুন ‘হাজ কাসেম’ নামের একটি ম্যানুভারেবল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সংস্থা ফারস নিউজ জানিয়েছে, শনিবার...
হামলা, পাল্টা হামলায় অঘোষিত যুদ্ধ পরিস্থিতি ইরান-ইসরায়েলে। ইসরালের হামলার জবাবে ইরানের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ইসরায়েলি আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থার উন্নতি তো হবেই না...
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত তীব্র রূপ ধারণ করছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসির সর্বশেষ লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি জ্বালানি ডিপোতে হামলা...
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে। তেহরানের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। পাল্টা হামলায় ইরানের দুটি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর...
টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.