ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল মধ্যরাত থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত এই হামলায় ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আগের দিন সোমবার দিনভর বোমা হামলা চালিয়ে ১২৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরপর মধ্যরাত থেকে আবার বোমা বর্ষণ শুরু করে।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণের মুখে খান ইউনূস এলাকার ৯০ শতাংশ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
এ দিকে গাজায় হামলা বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য। দেশ তিনটির নেতারা বলেছেন, গাজায় আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
অন্যদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ২২টি দেশ। তবে এসব আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করে ইসরায়েল। দখলদার বাহিনী খান ইউনিসের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, শহর ছেড়ে না গেলে হত্যা করা হবে তাদের। ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে আল-মাওয়াসি এলাকায়।