সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর

আপডেট : ২০ মে ২০২৫, ১২:১৪ পিএম

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাজুড়ে হামলা আরও জোরদারের পর এমন অঙ্গীকারের ঘোষণা এল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘গাজায় তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা পুরো ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নেব।’

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় নতুন করে ইসরায়েলের হামলা জোরদারের পর গত দুই দিনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এ ছাড়া বাস্তুচ্যূত হয়েছে খান ইউনিসের ৯০ শতাংশ বাসিন্দা।

এদিকে দুই মাসের বেশি সময় পর প্রথমবারের মতো গাজায় কিছু ত্রাণ প্রবেশ করেছে। তবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা বলছে, এই ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছেন। জরুরি ভিত্তিতে খাবার, পানি, ওষুধ ও জ্বালানি না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

ডব্লিউএইও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘বিপুল পরিমাণ খাবার অপেক্ষমাণ, অথচ কয়েক মিনিট দূরেই অবস্থানরত ক্ষুধার্ত মানুষদের কাছে পৌঁছানো যাচ্ছে না। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার ফলে গাজাবাসীর দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।’

এমন অবস্থায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলের অভিযান, ত্রাণ প্রবেশ বাধা এবং সাধারণ মানুষকে স্থানচ্যুত করার বিরোধিতা করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নেতানিয়াহুর সরকার এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকলে আমরা চুপ করে থাকব না।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচআর জানিয়েছে, গাজায় ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং জাতিগত নিধনের মতো অপরাধের কাছাকাছি। হামাসবিরোধী অভিযানে সাধারণ মানুষকে স্থানচ্যুত করা, বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং ত্রাণ আটকে দেওয়ার ঘটনা উদ্বেগজনক।

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং...
ইরানে গোপনে গুপ্তচর মোতায়েন করার দাবি করেছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল শুক্রবার সংস্থাটি এক বিরল ভিডিও প্রকাশ করে জানায়, ইরানি ভূখণ্ডে ইসরায়েলি এজেন্টরা গুরুত্বপূর্ণ সামরিক...
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান ও ইসরায়েল। ভূরাজনীতি, আঞ্চলিক আধিপত্য ও নিরাপত্তা ইস্যুতে দু'দেশের বিরোধ কখনো গোপনে, কখনো প্রকাশ্যে রূপ নিয়েছে সংঘাতে।  
ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ৬৩ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আর তেল আবিবের ৭টি এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে...
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।
অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধান...
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির পদে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.