ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বৃহস্পতিবার ভোরে। এরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী তেল আবিবসহ আশপাশের এলাকায়। হাজারো বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এখনও কেউ হামলার দায় স্বীকার না করলেও, এরইমধ্যে তদন্ত শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি। যদিও আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান-সমর্থিত হুতি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে। দুই মাসের যুদ্ধবিরতির সময় হুতিদের হামলা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চ মাসে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয়।