সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হজ করতে সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

আপডেট : ২৫ মে ২০২৫, ০১:০৭ পিএম

পবিত্র হজব্রত পালন করতে সারা বিশ্ব থেকে এরই মধ্যে ৮ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকার ইতিমধ্যে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন মুসল্লি সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন।

ছবি: এক্স থেকে নেওয়াগত বছর ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন। এদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি ছাড়া হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েছিলেন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

সৌদি সরকার জানিয়েছে, হাজীদের যাতাযাত সহজ ও দ্রুততর করার জন্য তারা ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি পোগ্রাম পরিচালনা করছে। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।

এই প্রোগ্রামের অধীনে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন, যার মধ্যে রয়েছে—বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।

সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না।

সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে আজ শুক্রবার যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায় ভাগাভাগি করে নিচ্ছে ঈদের আনন্দ। গলফ নিউজ এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।
আজ আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।
হজ ও ওমরাহ মন্ত্রী জানান, পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার ক্ষেত্রে হেঁটে না গিয়ে নির্ধারিত পরিবহন ব্যবহার করতে হবে।...
মক্কা থেকে হাজিদের মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোর থেকেই নিজ আবাসন থেকে মিনার পথে যেতে থাকেন হাজিরা।
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.