সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কোরবানি তো দূরের কথা, তাদের কপালে জুটবে না এক টুকরো মাংসও

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:১২ পিএম

যুদ্ধের মধ্যেই দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা পালন করতে যাচ্ছে ফিলিস্তিনের গাজাবাসী। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে এবার উপত্যকাটিতে কোরবানির কোনো পশুই প্রবেশ করানো সম্ভব হয়নি। এতে কোরবানি তো দূরের কথা, ফিলিস্তিনিদের ভাগ্যে জুটবে না এক টুকরো মাংসও।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যেখানে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসী, সেখানে গাজায় নেই কোনো আয়োজন। উপত্যকাটিতে ইসরায়েলি হামলা আর অবরোধই যেন বড় চ্যালেঞ্জ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২ মার্চ থেকে উপত্যকাটিতে কঠোর অবরোধ জারি করা হয়। এতে খাদ্য, ওষুধ থেকে শুরু করে আটকে যায় নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী। ফলে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষ। 

ইসরায়েলের কঠোর এই অবরোধের কারণে কোরবানির কোনো পশুই প্রবেশ করানো সম্ভব হয়নি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, চলমান যুদ্ধ ও অবরোধের ফলে গাজায় ঈদুল আজহার আমেজ একেবারে নিঃশেষ হয়ে গেছে। 

গাজার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সীমিত পরিসরে পশু পালন করলেও, তা চাহিদার তুলনায় খুবই কম। এছাড়া দাম অনেক বেশি হওয়ায় সাধারণ ফিলিস্তিনির পক্ষে তা কেনা প্রায় অসম্ভব।

এদিকে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানান, তাদের কাছে ঈদের আনন্দ এখন বিলাসিতা। টানা কয়েক মাস ধরে ক্ষুধা আর দারিদ্র্যের সঙ্গে লড়ছেন তারা।

ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমনটাই দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদন বলছে, তেহরানে...
গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৩৪ জনের। গতকাল শনিবার রাফার দক্ষিণাঞ্চলের জিএইচএফ কেন্দ্রের কাছে হামলা চালায় আইডিএফ।  
আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই গাজায় দুই মাসের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় আরও ৮২ জন নিহত হয়েছেন। এরমধ্যে উপত্যকাটির মধ্যাঞ্চল দেইর আল-বালায় ১০ শিশুসহ নিহত হয়েছেন ১৫ জন।
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.