সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আল-আকসায় ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

এদিকে ফিলিস্তিনের ‘ওয়াফা’ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অনেক শিশুরাও ঈদের নামাজে অংশ নেয়।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী নীতি।

গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজাহা উদযাপন করেছেন। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ঈদুল আজহা উদযাপন করেছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্যদিয়ে। কাতার-ভিত্তিক আল জাজিরা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসে কিছু ফিলিস্তিনিকে যুবক ও শিশুকে ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা গেছে।

এ ছাড়া গাজায় ইসরাইলের হামলায় আহত কিছু ফিলিস্তিনি কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনি ফটো সাংবাদিক বিলাল খালেদের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দোহার আল-থুমামা কমপ্লেক্সে কয়েক ডজন শিশুকে ঈদের নামাজ পড়তে দেখা গেছে।

আল জাজিরা বলেছে, ঈদুল আজহার দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ ছাড়া গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন।

ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমনটাই দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদন বলছে, তেহরানে...
গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৩৪ জনের। গতকাল শনিবার রাফার দক্ষিণাঞ্চলের জিএইচএফ কেন্দ্রের কাছে হামলা চালায় আইডিএফ।  
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রক্তক্ষয়ী সংঘাত চলছে। সেনাবাহিনী এখন দেশজুড়ে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত জোটের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। জাতিসংঘের...
মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য...
২০২৫ সাল, বিশ্বজুড়ে ফ্যাশনের দুনিয়ায় এক নতুন নাম ঘুরে ফিরে আসছে, লাবুবু। ছোট্ট, লোমশ, দাঁতাল এই পুতুলটি যেন এক মুহূর্তে ট্রেন্ডের শীর্ষে। রাস্তাঘাটে, বিমানবন্দরে, ক্যাফেতে, হাতে লাবুবু নিয়ে দেখা...
ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয়...
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.